কিছু কথা
আমি স্বাধীন। বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার গর্ব এটাই যেআমার পিতা খুব দরিদ্রএমনকি ভিক্ষুক হলেওআমি জোর গলায় বলতে পারি যেআমিএকজন মুক্তিযোদ্ধার সন্তান। কিন্তু একজন রাজাকার সমাজ বা কর্মজীবনে যত বড় পদেই থাকুকনা কেন তার সন্তান মিনমিনে স্বরেও বলতে পারবেনা যে সে রাজাকারের সন্তান। তারা তাদের পরিচয় প্রকাশ করতে চায়না। বিভিন্ন অজুহাতে আড়াল করে রাখে। এবং লুকিয়ে থেকে মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের ক্ষতি করতে চায়। তাদের মিথ্যা বুলি ও রংচঙে কথাবার্তায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয় সহজেই। তারা পরিচয় লুকিয়ে রাখার কারণে আমরা তাদেরকে চিনিনা। এর সুযোগ তারা গ্রহণ করে পুরোমাত্রায়।
এই অবস্থা চলতে দেয়া যাবেনা। রাজাকার, যুদ্ধাপরাধীদের সকলকে বিচারের সম্মুখীন করতে হবে। দেশকে মুক্ত করতে হবে ঘাতক দালালদের হাত থেকে। এই জন্যই এই সাইটটির অবতারনা।
এটা মূলত একটি বই। নাম একাত্তরের দালালেরা, লিখেছেন – শফিক আহমেদ। প্রকাশ করেছে: মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। বইটি এখন দুষ্প্রাপ্য। তাই সম্পূর্ণ বইটি অনলাইনে দেবার সিদ্ধান্ত নিয়েছি আমি একাই। কপিরাইট লঙ্ঘিত হলে আমি ক্ষমা চাই। কিন্তু বইটি সকলের নিকট সহজলভ্য হোক এই প্রত্যাশাটা আমার খাঁটি। আশা করি সকল দেশপ্রেমিক নাগরিক আমার সঙ্গে থাকবেন।
ধন্যবাদ সকলকে।
বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্য পেতে বাংলাদেশ ১৯৭১ সাইটে ভ্রমণ করুন।
এই বইটি সম্পূণ পড়তে ভ্রমণ করুন একাত্তরের দালালেরা
মন্তব্য করুন